বন্ধুরা,
আপনাদের সক্কলকে নতুন করে ধন্যবাদ একজানানোর নেই।
লোকফোকএর পাঠক সংখ্যা বাড়ল আরও ১০০০০।
এখন ৭০০০০।
গত এক মাসেরও বেশি সময় ধরে একটাও পোস্ট হয় নি।
তাঁর জন্য ক্ষমা চাইছি। যদিও একটা যুতসই কারণ রয়েছে, কিন্তু কোনও অজুহাতই যথেষ্ট নয়।
লোকফোকের নতুন বোন হয়েছে। নাম পরম। বাংলার ইতিহাস, প্রযুক্তি, আন্দোলন ইত্যাদি বিষয় অবলম্বন করে।
কোনও একজন মা গর্ভ ধারণ করেন নি।
বহু মানুষ বহু সংগঠন একে জন্মাতে সাহায্য করেছেন।
কিন্তু একজনকে কুড় ধরে বসে থাকতে হয়েছিল। সে হল বিশ্বেন্দু।
এর পরের ঘটনা হল, ৪ জানুয়ারী বিশ্বেন্দুর দুর্ঘটনা ঘটে। সেই জন্যও অনেকদিন গেল।
তবুও আবার ফিরে এলাম।
এড় পর নতুন করে দুটি মাধ্যমেই প্রকাশনা চলবে।
আপনাদের প্রত্যেককে আগের পাঁচ বছরের মত সাথে থাকতে অনুরোধ করছি।
লোকফোক আর পরমের পক্ষে
বিশ্বেন্দু
আপনাদের সক্কলকে নতুন করে ধন্যবাদ একজানানোর নেই।
লোকফোকএর পাঠক সংখ্যা বাড়ল আরও ১০০০০।
এখন ৭০০০০।
গত এক মাসেরও বেশি সময় ধরে একটাও পোস্ট হয় নি।
তাঁর জন্য ক্ষমা চাইছি। যদিও একটা যুতসই কারণ রয়েছে, কিন্তু কোনও অজুহাতই যথেষ্ট নয়।
লোকফোকের নতুন বোন হয়েছে। নাম পরম। বাংলার ইতিহাস, প্রযুক্তি, আন্দোলন ইত্যাদি বিষয় অবলম্বন করে।
কোনও একজন মা গর্ভ ধারণ করেন নি।
বহু মানুষ বহু সংগঠন একে জন্মাতে সাহায্য করেছেন।
কিন্তু একজনকে কুড় ধরে বসে থাকতে হয়েছিল। সে হল বিশ্বেন্দু।
এর পরের ঘটনা হল, ৪ জানুয়ারী বিশ্বেন্দুর দুর্ঘটনা ঘটে। সেই জন্যও অনেকদিন গেল।
তবুও আবার ফিরে এলাম।
এড় পর নতুন করে দুটি মাধ্যমেই প্রকাশনা চলবে।
আপনাদের প্রত্যেককে আগের পাঁচ বছরের মত সাথে থাকতে অনুরোধ করছি।
লোকফোক আর পরমের পক্ষে
বিশ্বেন্দু
No comments:
Post a Comment