১) চাষীরা আত্মহত্যা প্রবণ, রাষ্ট্রকে ন্যুনতম ক্রয়মূল্য নামক সোনার পাথরবাটি ঝুলিয়ে রাখতে হয়, কৃষিকে বাঁচাতে কর্পোরেট কৃষির নিদান দেওয়া হয়;
২) কারিগরদের অবস্থা চাষীদের মতই;
৩) শ্রমিকেরা চাষী কারিগরদের মত চরম অবহেলিত;
৪) উন্নয়নের জন্যে আদতে কর্পোরেট এবং মধ্যবিত্তের প্রয়োজনে কৃষক, গ্রামীন, কারিগর, ছোট অপরম্পরার ব্যবসায়ী উচ্ছেদ স্বাভাবিক ঘটনা বলে রাষ্ট্র মনে করে;
৫) কৃষক, কারিগর, শ্রমিকের তুলনায় মধ্যবিত্ত আনুপাতিকহারে ভাল থাকে এবং কৃষক, কারিগর, শ্রমিকের নামে বিপুল ভর্তুকি মধ্যবিত্তরা খেয়ে থাকে;
৬) যে রাষ্ট্র-বিকাশ-পরিকল্পনায় সংখ্যালঘু কর্পোরেটরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রাধান্য পায়; দেশিয় জ্ঞান দক্ষতা প্রযুক্তির তুলনায় পশ্চিমি জ্ঞান দক্ষতা প্রযুক্তি অত্যধিক গুরুত্বপায়;
৭) যে রাষ্ট্র মনে করে পশ্চিমের মত করে জ্ঞানচর্চা, দক্ষতা চর্চা, দেশের কাঠামো বিকাশ, অর্থনৈতিক বিকাশ দরকার
সেই রাষ্ট্র অবশ্যম্ভাবীভাবে ঔপনিবেশিক, তার রাষ্ট্র কাঠামো ঔপনিবেশিক, তার গণতন্ত্র ঔপনিবেশিক।
No comments:
Post a Comment