যে বাঙালি একসময় কারিগরি করে রূপো আনত, যে বাঙালি মসলিন প্রযুক্তির উদ্ভাবক, যে বাঙালি একসময় জং ছাড়া ইস্পাত বানাত, যে বাঙালি কন্যা ঘোড়া চড়ে যুদ্ধ করত, যে বাঙালি অজন্তা ইলোরা খোদাই করেছে, যে বাঙালি দক্ষিণপূর্ব এশিয়ার মহাযানী গুম্ফায় ছবি এঁকেছে, যে বাঙালি একসময় তর এলাকায় অচাষী কারিগর আর সারা বিশ্বকে নুন, চাল, পান, সুপুরি খাইয়েছে, যে বাঙালি নবাবের অভয়হস্ত মাথায় নিয়ে চোখ চোখ রেখে লুঠেরা সওদাগরদের দেওয়া অগ্রিম ফিরিয়ে দিয়েছে, সেই বাঙ্গালিকে ব্রিটিশ-বন্ধু ভদ্রবিত্ত জাতিবাদী রাষ্ট্র ওবিসি, এসটি, এসসি, সংখ্যালঘু নামে সংরক্ষণ দেয়। অর্থনীতি ধরে রাখা এই মানুষদের পিছিয়ে পড়া বলে, অশিক্ষিত বলে।
কেন? তারা লুঠও করে নি, ছিয়াত্তর-উনপঞ্চাশ ঘটায় নি, ভদ্রবিত্তর মত ব্রিটিশ দালালি করে ক্ষমতায় যায় নি বা ব্রিটিশকে উপমহাদেশ লুঠতে সাহায্য করে নি, ইংরেজি শিখে দেশের মানুষকে অশিক্ষিত বলে নি।
এ লজ্জা সমূহের।
এ পাপ তোমার আমার।
কেন? তারা লুঠও করে নি, ছিয়াত্তর-উনপঞ্চাশ ঘটায় নি, ভদ্রবিত্তর মত ব্রিটিশ দালালি করে ক্ষমতায় যায় নি বা ব্রিটিশকে উপমহাদেশ লুঠতে সাহায্য করে নি, ইংরেজি শিখে দেশের মানুষকে অশিক্ষিত বলে নি।
এ লজ্জা সমূহের।
এ পাপ তোমার আমার।
No comments:
Post a Comment