পশ্চিমি সমাজ বহুকাল এবং আজও সামরিক সমাজ। আজ যে প্রযুক্তির বড়াই পশ্চিম করে সে প্রযুক্তি মূলত বড় পুঁজি নির্ভর, সামরিক এবং নজদারির, অসামাজিক-ব্যক্তিনিয়ন্ত্রিত, কর্পোরেট লাভের উদ্দেশ্যে তৈরি।
সামগ্রিক ব্রিটিশ ঔপনিবেশভিত্তিক সামরিক-শিল্পায়ন প্রযুক্তি অন্যান্য অসামরিক শিল্পকে প্রভাবিত করেছিল। 'প্রুফ'(আজকের লব্জে বই টাইপ হয়ে যাওয়ার পর ভুল নির্ণয়) ছিল বন্দুক তৈরি হওয়ার পর সেটির গুণমান নিশ্চয় করার পদ্ধতি।
সেটাকে আত্মীকরণ করল আপাত-অসামরিক একটি শিল্প ছাপাখানা। আমরা আজকে যে 'প্রুফ' দেখি, তার কুড়টা যে নিহিত রয়েছে নিশ্চিতভাবে উপনিবেশ তৈরি করার শিল্পায়ন প্রক্রিয়ায়। উপনিবেশ আর জাতিরাষ্ট্র তৈরিতে এই সামরিক কেন্দ্রিভূত জ্ঞানচর্চা সাম্রাজ্য তৈরির কাজে অসামান্য ভূমিকা পালন করেছে সেটা আমরা ভুলে যাই।
সেটাকে আত্মীকরণ করল আপাত-অসামরিক একটি শিল্প ছাপাখানা। আমরা আজকে যে 'প্রুফ' দেখি, তার কুড়টা যে নিহিত রয়েছে নিশ্চিতভাবে উপনিবেশ তৈরি করার শিল্পায়ন প্রক্রিয়ায়। উপনিবেশ আর জাতিরাষ্ট্র তৈরিতে এই সামরিক কেন্দ্রিভূত জ্ঞানচর্চা সাম্রাজ্য তৈরির কাজে অসামান্য ভূমিকা পালন করেছে সেটা আমরা ভুলে যাই।
সূত্র - প্রিয়া সাটিয়া, এম্পায়ার অব গানস
No comments:
Post a Comment