Monday, August 15, 2016

এ কোন স্বাধীনতা


এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় শুদ্র সভ্যতাকে উচ্চবর্ণিক সভ্যতার ঘোমটা পরানো হয়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় বিশ্বকে কাপড় পরতে শেখানো হাজারো দক্ষ জ্ঞানী তাঁতিকে প্রতিদিন উচ্ছেদ হতে হয়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় শহুরে শিক্ষিতরা গ্রামীন পরম্পরার মানুষদের অশিক্ষিত দাগিয়ে দেন
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় গ্রামীন উদ্যোগীদের কাজ সবলে আইন করে কেড়ে নেওয়া হয়,
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় গ্রামীনদের কাজ, বাসস্থান সংস্কৃতি থেকে উচ্ছেদকেই প্রগতি বলে ঘোষণা করা হয়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় গ্রামীনদের গাঁইয়া গোঁয়ার মুর্খ দাগিয়ে দেওয়া হয়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় চাষীদের রোজ বিষ পান করানো হয় বড় পুঁজির কৃষির স্বার্থে রাষ্ট্রীয় প্রণোদনায়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় গ্রামের মানুষ নিজের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে ভিনদেশি অজানা অচেনা প্রতিযোগিতাময় শহরে উদ্বৃত্ত হয়ে বেঁচে থাকে
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় গ্রাম্য হাজার হাজার বছর ধরে বিকশিত দক্ষতার মানুষ শুধু রাষ্ট্রের দয়ায় ১০০ দিনের শ্রমিক হয়ে যায়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় দেশ-সমাজ গড়ার কারিগর শুদ্রদের লাঞ্ছনা হত্যা করা হয়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় চাহিদাহীন মানুষকে গরীব ঘোষণা করে ১০০ দিনের কাজ জুতে দেওয়া হয়, যাতে কর্পোরেটদের মধ্যবিত্ত পরিকাঠামো গড়ে ওঠে রাষ্ট্রজুড়ে
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় শুধুই কর্পোরেট পুঁজির বিকাশকেইরাষ্ট্র আর মধ্যবিত্ত বিকাশরূপে মান্যতা দেয়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় হাজার হাজার বছরের ভারতের শুদ্র সভ্যতার উদ্বৃত্ত মধ্যবিত্ত, ইন্ডিয়ায় কর্পোরেট অসভ্যতার দাস হওয়ার জন্য উঠেপড়ে লাগে
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় আমার ভাষায় কথা বলাকে অবাঞ্ছিত বলা হয়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় গ্রামীন্দের আশিক্ষিত, মুর্খ, উদ্যমহীনরূপে দাগিয়ে দেওয়া হয়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় পকেটে যাদের অর্থ রয়েছে তাদের সব স্বাধীনতা, বাঁচার আধিকার কিনে নেওয়ার আধিকার তৈরি হয়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় দেশ আর সমাজ জাতি রাষ্ট্রের পায়ে বলিপ্রদত্ত হয়
এ কোন স্বাধীনতা, যে স্বাধীনতায় জাতি রাষ্ট্রের এক ভাষা, এক জাতি, এক ধর্মই মান্যতা পায় ইংরেজি শিক্ষিতদের কাজ কর্মে
এ কোন স্বাধীনতা?
এ কোন স্বাধীনতা?
এ কোন স্বাধীনতা?
আমার স্বাধীনতা আমায় ফিরে পেতেই হবে

No comments: