Wednesday, November 22, 2017

উপনিবেশ বিরোধী চর্চা - ক্ষমতা কিভাবে ইতিহাস লেখে

ঔপনিবেশিক সঙ্খ্যাতাত্ত্বিক হান্টারের মতে বাংলার পিছিয়ে পড়ার দুটি কারণ
১) বর্ণ জাতিগুলির মধ্যে সহযোগিতার অভাব,
২) প্রয়োজনাতিরিক্ত উৎপাদনে অনীহা।

প্রথমটা নিয়ে আমাদের বলার খুব কিছুই নেই, কারণ তখন তাঁরা ক্ষমতায়, তাঁরাই ইতিহাস লিখবেন। ছোটলোকেদের পক্ষ নিয়ে শুধু বলব – ১৮৩৬এর উইলিয়াম এডামের শিক্ষা সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলার ১ লক্ষ পাঠশালায় সববর্ণের সন্তান পাশাপাশি পাঠ নিচ্ছে।

দ্বিতীয়টায় অতিউতপাদন না হওয়া সত্ত্বেও বিশ্ববাণিজ্যে বাংলার রমরমা ছিল প্রবাদপ্রতীম, আন্তঃ এশিয় বাজার নিয়ন্ত্রিত হত বাংলায় - নিজের কৃষি শিল্প উৎপাদন ছাড়াও বাংলা ছিল বিভিন্ন পণ্যের ট্রাঞ্জিট পয়েন্ট - বিভিন্ন পণ্য বাংলায় এসে তারপরে নানান দেশে রপ্তানি হত।
বাংলা বাজারে হান্টারদের পূর্বপুরুষদের দেশে তৈরি একটাও মাল বিক্কিরি হত না, বরং তাঁদের বাংলা বাজার থেকে মাল কিনতে নানান জায়গা লুঠ করে সোনা রূপা আর দামি রত্ন বয়ে আনতে হত।

No comments: