Saturday, November 11, 2017

উপনিবেশ বিরোধী চর্চা কালো অর্থনীতি দাগিয়ে দেওয়া

উঁহু, ব্যাপারটা আমরা মানছি না....

যে বিশাল পুঁজির কর্পোরেট ব্যবসায়ী (ক্রোনি আর কম্প্রাডোর উভয়েই) সরকারের হাত মাথায় নিয়ে মদতে, বিপুল ছাড় নিয়ে ব্যবসা করে তাকে আপনি আইনি ব্যবসা বলছেন...

কিন্তু রাষ্ট্র যখন দীর্ঘ সময়ের(কয়েক হাজার বছরের) স্বাধীন সামাজিক ব্যবসায় মাথা ঢুকিয়ে কর্পোরেটাইজেশনের সমস্ত চরিত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আর যখন সে সেটা প্রতিহত করতে চেষ্টা করে তখনই তাকে 'কালো' অর্থনীতি বলে দাগিয়ে দেয় জাতি রাষ্ট্রের তাত্ত্বিকরা -

যেমন করে ব্যাঙ্ক ব্যবস্থাকে গ্রামে প্রবেশ করাতে গ্রামের কয়েক হাজার বছরের মহাজনদের শ্রেণী শত্রু বলতে হয়েছে বাম দক্ষিণ এবং মধ্যপন্থীদের - না হলে কর্পোরেট, বড় পুঁজির ব্যাঙ্ক গ্রামে ঢোকে না, মধ্যবিত্তের চাকরি বাড়ে না, আর পুঁজির হাতে গ্রামের বধুর আঁচলে বাঁধা একটা টাকাটাও আসে না। এই নড়বড়ে বিশ্বায়নের যুগে বড় পুঁজির বাঁচার জন্য নির্ভর করতে হয় গ্রাম বধুর সেই একটাকা, তাই নোবেল দিয়ে মান্যতা দিতে হয় ক্ষুদ্র ঋণকে।

আমরা পরম্পরার ছোট ব্যবসায়ীদের সংগঠন করি আমরা সরকারের মুখাপেক্ষী না হয়েই ব্যবসা করার মুরোদ রাখি, গ্রামের মানুষকে কাজ দিই, মনে করি এই 'কালো' অর্থনীতিি ভারতের অর্থনীতি, এটাই ভারতকে বাঁচিয়েছে ২০০৮ সালে। তাই আমাদের ওপর কর্পোরেট আক্রমণ নামিয়ে আনার চেষ্টা হচ্ছে।

কে বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশ ছেড়েছে...

(..গতবছরের লেখা)

No comments: