Monday, November 6, 2017

উপনিবেশ বিরোধী চর্চা - উপনিবেশপূর্ব বাংলা

মহিলারা কি গ্রাম-অর্থনীতির(অন্তত কৃষি উৎপাদনের) নিয়ন্ত্রক ছিলেন?

Farida আপা লিখেছেন,
’ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে / বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে “ গানের রচয়িতা কি পুরুষ ? মা-কৃষক তার শিশুকে ঘুম পাড়ানোর এক একান্ত নিরল সময়ে দুশ্চিন্তা করছে “খাজনা দেবো কিসে “ She was the tax payer !

আহাহাহ! শেখা নয় জ্ঞানাঞ্জন উন্মোচন!

জয় গুরুমা!
জয় বাংলা!

No comments: