Monday, November 27, 2017

উপনিবেশ বিরোধী আলোচনা - কোম্পানির যে উঠিয়ে দেওয়া হবে ঠিক হয়েছিল ১৮৩৩এ

এটা ঠিক নয় এক্কেবারেই যে ভারতের রাষ্ট্রীয়করণের ছুতো হল সিপাহি আন্দোলন। ১৮৩৩এর সনদে প্রথমেই বলা হল This Act is for affecting an arrangement with the East India Company,
and for the better government of His Majesty‘s Indian territories, till the 30th day April 1854। মানে কি ঠিকই হয়েগিয়েছিল কোম্পানিকে তুলে দেওয়া হবে ১৭৫৭র কাছাকাছি সময়ে? তার মানে বছর তিরিশেক পরে যে তাকে উঠিয়ে দেওয়া হবে সেটা ঠিক হয়ে গিয়েছিল ১৮৩৩এর সনদে - যে সনদে কোম্পানি শুধু শাসক হল।
নানান স্বার্থের টানাপোড়েনে কোম্পানিকে শাসক হিসেবে রাখতে হয়েছে - মেকলে কোম্পানি রাখার বক্তৃতা করে বাংলায় চাকরি পেয়েছে। উঠে গেলে কে কত লভ্যাংশ-ডিভিডেন্ট পাবে তাও ঠিক হয়ে গিয়েছিল।
মনে রাখুন সিপাহি আন্দোলন একজনও ভদ্রলোক সহ্য করেনি অশ্লীল ছড়া লিখেছিলেন ঈশ্বর গুপ্ত, ভয় পেয়েছিলেন তাবড় তাবড় নেতা। দ্বারকানাথের জীবনী লেখা কিশোরীচাঁদ মিত্র কেন কোম্পানি রাজ ভাল তাই নিয়ে বই লিখে ফেললেন।
১৮৩৩এর সনদ আনার বিতর্কে মেকলে বলেছিলেন company as an organ of government for India. তিনি মনে করতেন a revenue of twenty million a year- an army of two hundred thousand men- a civil service abounding with lucrative situations- should be left to the disposal of the crown without check whatever, is what no minister, I conceive, would venture to propose.
তিনি বলেন It is, as a corporation,neither whig nor tory, neither high church nor low church, it has constantly acted with a view not to English politics but to Indian politics. We have seen the country convulsed by faction….. And amidst all these agitating events the company has preserved strict and unsuspected neutrality. This is to think, an inestimable advantage.
তিনি আরও বললেন The company is an anomaly, but it is a part of system where everything is anomaly….. I will not, therefore, pull down the existing system….. which sanctioned by experience.
১৮৩৩এর সনদে বলা হল কোম্পানি কর বসিয়ে রাজস্ব তুলতে না পারলে তাকে ভরতুকু দেয়া হবে -, The share-holders of the East India Company vehemently opposed abolition of Com­pany’s commercial monopoly and ultimately a guarantee of 10i% dividend out of the revenues of India was given them should the commercial account fail to provide this amount.

No comments: