Sunday, July 21, 2013

পুরনো কলকাতার/বাংলার কিছু ছবি/ফটো১

কয়েক বছর আগে সলভিনের বেশ কিছু ছবি প্রকাশ করেছিলাম। কিছু ছিল যান বাহন, কিছু ছিল বাদ্যযন্ত্র, কিছু ছিল সাধারণ পুরুষ স্ত্রীর। কিন্তু পুরনো কলকাতা বা কলকাতার বাইরের বাংলা কেমন ছিল, তার খুব একটা ধারণা নেই আমাদের। এই ছবি আর আঁকা কাজগুলো সে সময় কেমন ছিল তার জন জীবন বা পরিবেশ।
প্রথম ছবিটি ড্যানিয়েলের আঁকা, গৌড়ের দৃশ্য, ১৭৯৫ সালের,
দ্বিতীয়টি গারডেনরিচ ফ্রেড্রিক ফিবিগের আঁকা, সাল পাইনি,
তৃতীয়টি পান্ডুয়ার ছবি ১৮১৭ সালের সীতারামের আঁকা।



No comments: