Thursday, July 18, 2013

dhaka bhromon4; ঢাকা আমার ঢাকা৪

জয়াদি বলেছিলেন নেমেই চাপের তিন তলায় উঠে যাবে। তখন প্রায় ৬টা। সূর্য ডুবেতে বসেছে। কিন্তু চারদিক বেশ আলয় আলোমাকোল। পদ্মার জলে ভাঁটার টান। বেশ ঘোলা। চারিদিকে নানান চাপ প্রচুর গাড়ি এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে। চারিদিকে খুব ব্যস্ত সমস্ত ভাবেও নদীর মন্দ মধুর চলাকে বেশ গায়ে জড়িয়ে নিতে ইচ্ছে করছিল। 

তিন তোলা থেকে দূরের একটি চাপ।

নিচের ব্যস্ততা

দূরে আরও কতগুলো

No comments: