Thursday, July 18, 2013

dhaka bhromon5; ঢাকা আমার ঢাকা৫

ওমা! তাকিয়ে নিচে দেখি----

গুটি গুটি করে একটি নৌকো চলে এসেছে চাপের গায়ে। ওতে কি? গোল গোল বাঁশের পাত্রের মধ্যে বোধহয় পদ্মার মাছ

সত্যিতো! সে এসে লেগে গেল চাপের গায়ে। কি কি আছে তাঁর পসরায় দেখাচ্ছেন মাঝি। সকলে বড্ড উৎসুক। বাড়ি ফেরার পথে পদ্মার টাটকা মাছ। লোভনীয়।

চলছে ব্যাপার। দামদর ঠিক কত অত অপর থেকে বোঝা না গেলেও, সোহাগের বাসের গায়ে দাঁড়ান যাত্রীরা যে দরদাম করছেন, তা পরিষ্কার। কেউ কেউ কিনলেন। 

চুলি মাছ রয়েছে। আর রয়েছে খোকা ইলিশ। জিভ কি আইন বোঝে!

Post a Comment