Thursday, July 18, 2013

dhaka bhromon2; ঢাকা আমার ঢাকা২!!!

পথে মাগুরায় খাওয়ার জন্য থামা। বেশ বৃষ্টি হয়ে চলেছে। জল থই থই। জয়াদি বলেছিলেন গরম মাছের ঝোল আর ভাত। লোভে পড়ে খেলাম। একগাদা টাকা নিল। রান্না তথৈবচ। দুটো খন্ড মিষ্টি খেলাম। ২৫ টাকা করে ৫০ টাকা! ছানা চন দিয়ে মাখা। ছানার কাঁচা গন্ধটিও রয়েছে। বাংলাভরা মনে মেনে নিলেও, কল্কাত্তিয়া ছোট্ট হৃদয়ে বশ ধাক্কা লাগল। এখানে, এ বাঙলায় এটি সাধারণ দোকানে খুব বেশি হলে হয়ত ৮ টাকা করে নিত। বুঝেগেলাম বাংলা অতি কঠিন বস্তু। ছবিটা তোলা হয়েছে খেয়ে দেয়ে পেট ভর্তি করে। 

তাদের বিজ্ঞাপন

অবশেষে গোয়ালন্দ ঘাটে গাড়ির লাইনে

নেমে ছবি তোলার চেষ্টা

No comments: