Sunday, July 21, 2013

gorur gari, গরু গাড়ি

এই ছবিটি তুলেদেওয়ার একটাই কারন, গাড়ির চাকার বন্ধনী, আদতে ভার নেওয়ার ক্ষমতা। ছবিটি যখন তোলা হয়েছে যতদূর সম্ভব ১৮৫০এর আশেপাশে, তখন বাংলার শিল্প, ব্যবসা সব ধংস, এবং অস্তমিত। সে সময়ে এ ধরণের কিছু গাড়ি যে টিকে ছিল, অনেক বেশি মালামাল বহন করার জন্য, এই ছবি থেকে সেই তথ্য সরাসরি প্রমান করা যায়।



No comments: