কতগুলো কথা স্পষ্টভাবে বলা দরকার-
১) ১৭৫৭র আগের উৎপাদন ব্যবস্থা ছোটলোক নির্ভর উৎপাদন ব্যবস্থা ছিল। প্রযুক্তি, দক্ষতা, জ্ঞান এবং কিছুটা সামাজিক সুরক্ষা ছোটলোক সাপেক্ষ ছিল। তারপরে বাংলা জুড়ে ছোটলোক উৎপাদন ব্যবস্থার বিপক্ষে কর্পোরেট ব্যবস্থার শেকড় গজাবার চেষ্টা করা হয় - রামমোহন দ্বারকানাথেদের তৈরি করে।
২) ব্রিটিশ পূর্ব সময়ে কিছুটা হলেও উৎপাদন ব্যবস্থায় ছোটলোকেদের পকড় ছিল - রাষ্ট্রনীতি এই উৎপাদন ব্যবস্থা উতপাদকেদের পক্ষে ছিল। তাই ছোটলোকেরা ১৭৫৭র আগের উৎপাদন ব্যবস্থায় যেতে চায়।
৩) যে সব ছোটলোক/শুদ্রদের সংগঠন বড় পুঁজির রাষ্ট্র যন্ত্র এবং শিল্পবীয় প্রযুক্তি আর উৎপাদন ব্যবস্থার গুণগান করেন, তারা সামগ্রিক ছোটলোকেদের স্বার্থ বিরোধী।
৪) এই সরকারি শিক্ষা উৎপাদন ব্যবস্থার কোন অংশই ছোটলোকদের তৈরি সমাজ বা অর্থনীতি বা প্রযুক্তির অনুকুল নয়। ফলে দলিতদের জন্য বর্তমান পাঠ্যসূচী অনুযায়ী আরও একটা বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের দাবি আদতে ছোটলোকেদের সামগ্রিক স্বার্থ বিরোধী।