পরমের ১৪ তম সংখ্যা প্রকাশ পেল ভারতের ঔপনিবেশিক রেল। রেলের লুঠ, গণহত্যা, আর জঙ্গল ধ্বংস নিয়ে প্রবন্ধ আর রেলের জন্য কিভাবে বর্ধমান জ্বর বর্ধমান বীরভূমে গণহত্যা চালাল তাঁর বর্ণনা।
পরের ১৫তম সংখ্যাটি বাংলার দাই আমন্ত্রিত সম্পাদক ড সোমা মুখোপাধ্যায়।
প্রায় ভুলে যাওয়া গ্রাম স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সোমা বিশদে আলোচনা করেছেন, কিভাবে ইয়োরোপীয় স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করার জন্য এক শ্রেণীর দক্ষ জ্ঞানী জনসমষ্টিকে বেকার করিয়ে দেওয়া হল। এছাড়াও থাকছে দাই নিয়ে এক সত্তরঊর্ধ্ব এক শিক্ষিকার তাঁর ছোটবেলার গ্রামীণ অভিজ্ঞতা। আর নারায়ণ মাহাত লিখেছেন প্রসবকালীন গ্রামীণ পরম্পরার চিকিৎসা।
প্রায় ভুলে যাওয়া গ্রাম স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সোমা বিশদে আলোচনা করেছেন, কিভাবে ইয়োরোপীয় স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করার জন্য এক শ্রেণীর দক্ষ জ্ঞানী জনসমষ্টিকে বেকার করিয়ে দেওয়া হল। এছাড়াও থাকছে দাই নিয়ে এক সত্তরঊর্ধ্ব এক শিক্ষিকার তাঁর ছোটবেলার গ্রামীণ অভিজ্ঞতা। আর নারায়ণ মাহাত লিখেছেন প্রসবকালীন গ্রামীণ পরম্পরার চিকিৎসা।
১৬তম সংখ্যার বিষয় ভারতের অঙ্কবিদ্যা। আমন্ত্রিত সম্পাদক ড দিলীপ কুমার সিংহ মহাশয়।
মূলত ভারতের অঙ্ক বিভিন্ন সময়ে যেভাবে বিশ্বকে(আদতে ইয়োরোপ আর আরব) সমৃদ্ধ করেছে তাঁর বর্ণনা। এ ছাড়াও বিচার করা হয়েছে কি ভাবে কেরলের কলণবিদ্যা - ক্যালকুলাস ইয়োরোপে গেল কোনোরকম স্বীকৃতি ছাড়াই। আরও বেশ কিছু লেখা। দেড়শ বছরের পুরোনো অঙ্ক পাঠ্যবই থেকে তখন ইয়োরোপীয় প্রভাব ছাড়া অঙ্ক কিভাবে পড়ানো হত তার বর্ণনা। অঙ্ক শেখা কেন কঠিন তাও আলোচনা হয়েছে। আর থাকছে জ্ঞান প্রবাহের ঔপনিবেশিক মডেল নিয়ে একটি তাত্ত্বিক আলোচনা।
মূলত ভারতের অঙ্ক বিভিন্ন সময়ে যেভাবে বিশ্বকে(আদতে ইয়োরোপ আর আরব) সমৃদ্ধ করেছে তাঁর বর্ণনা। এ ছাড়াও বিচার করা হয়েছে কি ভাবে কেরলের কলণবিদ্যা - ক্যালকুলাস ইয়োরোপে গেল কোনোরকম স্বীকৃতি ছাড়াই। আরও বেশ কিছু লেখা। দেড়শ বছরের পুরোনো অঙ্ক পাঠ্যবই থেকে তখন ইয়োরোপীয় প্রভাব ছাড়া অঙ্ক কিভাবে পড়ানো হত তার বর্ণনা। অঙ্ক শেখা কেন কঠিন তাও আলোচনা হয়েছে। আর থাকছে জ্ঞান প্রবাহের ঔপনিবেশিক মডেল নিয়ে একটি তাত্ত্বিক আলোচনা।
পরমের প্রণামে আপনাদের সকলকে আমন্ত্রণ।
পরের পোস্টগুলোয় ১৪তম সংখ্যার লেখাগুলো পাওয়া যাবে।
No comments:
Post a Comment