সংগঠণের কাজে মধুমঙ্গল মালাকারের বাড়ি, মুস্কিপুর, বড়গ্রাম থেকে আমরা চলেছি খুনিয়াডাঙির বাঁশ-কাঠের সোসাইটির দিকে. রাস্তায় পড়ল আমাত কালী. এই বিষয়ে আগামীতে বিশদে লিখব. এখন শুধু উত্তরবঙ্গ ভ্রমণের কথা লিথব. প্রথমের কয়েকটি ছবি আমাত কালী এবং অম্বুবাচীতে কালীর উদ্দেশ্যে দেওয়া প্রচুর কালী. এচাড়াও মুখোশ.
শেষ ছবিটি দেখুন. এই ছবিতে যে দোকানঘরটি দেখা যাচ্ছে তার একাংশ বেশ পুরোনো ইঁট দিয়ে তৈরি. মধুমঙ্গল মালাকার বললেন, এই ইঁটটি আনা হয়েছে অদূরের একটি ঢিপি খুঁড়ে. এরকম অনেক দোকান বাড়ি তৈরি হয়েছে সেই সব ইঁট দিয়ে.
No comments:
Post a Comment