Friday, November 9, 2018

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী৩৮

লন্ডন কর্তাদের চাপে পড়ে কলকাতা কাউন্সিল দালাল পদটা তুলে দেওয়া নিয়ে বিশদে বহুবার আলোচনা করে মন্তব্য করে তারা দালাল পদটি তুলে দিতে ইচ্ছুকই নয় we cannot abolish that office here no more than at Kasimbazar without running a great  risk of the Company's estate' and in view of the 'ill.consequences that may attend our contracting with private merchants without some such person being security for the Dadney advanced them (Ibid., vol. 13, f. 434, 23 Dec. 1738)ঠিকঠাক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দালাল শ্যামসুন্দর শেঠকে কাজ চালিয়ে যেতে বলা হল এবং তার পদকে স্থায়ী করা হল ১৭৩৯ সালের ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে(For the Council's reasons for confirming Samsundar Sett, sec C & B. Abstr., vol. 4, f. 308, para. 99, 24 Dec. 1739)ঢাকা কুঠি যে চিঠি কলকাতাকে পাঠিয়ে দালাল তুলে দেওয়ার বিরুদ্ধে সওয়াল করে তা গুরুত্বপুর্ন, will be Irritating the great men at Dacca by whose intercession this post [of broker] was given him [Manikchand] by which their business may  be prejudiced if not entirely stopped(BPC, vol. 13, f. 324vo, 14. Aug. 1738)

কলকাতা কাউন্সিলে নিয়মিত কেন দালাল পদটি দরকার এই বিষয়ে নিজেদের মধ্যে শলাপরামর্শ চলতেই থাকে এবং তারা ১৭৩৯ সালের জানুয়ারিতে লন্ডনেরে কর্তাদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে কেন দালাল দরকার, এই যুক্তি পর পর সাজিয়ে বিশদে কারণগুলই লিখল(C & B. Abstr., vol. 4, ff. 285-86,· para. 108-9, 29 Jan. 1739)কারণগুলির প্রথমটি হল, সওদাগরদের যে দাদন বা অগ্রিম দেওয়া হয়, প্রাথমিকভাবে দালাল নিযুক্ত করা হয় এই অগ্রিমের জামিন হিসেবে। দালাল এই বিনিয়োগের অর্থের সমমূল্যের পণ্য ফিরিয়ে আনতে সাহায্য করে। দালাল যদি না থাকে তাহলে এই অগ্রম দেওয়া পণ্যের কোন নিরাপত্তা থাকবে না। দ্বিতীয়ত দালালেরা জানেন বণিকদের সঠিক অবস্থা এবং কাউকে যখন অগ্রিম দেওয়া হচ্ছে, তখন দালালই জানিয়ে দ্যায় তাকে সেই অগ্রিম দেওয়া ঠিক হচ্ছে কি না। দালালই কাউন্সিলকে জানিয়ে দ্যায় কোন ব্যবসায়ীকে নির্ভর করে দাদন যায় সেই মন্ত্র তৃতীয়ত দালাল পদ অবলুপ্ত করলে ব্যবসায়ীদের মধ্যে থেকে কেউ কেউ নিজেই সকলকে দাবিয়ে একা একচেটিয়া ব্যবসা করতে পারে। চতুর্থত though some few--merchants have indisputable fortunes yet giving the investment to so few will be very prejudicial by their advancing the prices more than a greater  number can, who are a check upon one another ফলে বহু পরিমান দাদনি বণিকের প্রয়োজন হয়, যাদের ওপর দালাল নিয়ন্ত্রণ রাখতে পারে। 

No comments: