Monday, March 26, 2018

সমাজকর্মী কারা?

সমাজকর্মী আদতে একটি ইওরোপিয় ঔপনিবেশিক শব্দবন্ধ, যেখানে ভদ্রবিত্ত নিজেকে সমাজকর্মী আখ্যা দিয়ে 'পিছিয়ে পড়া' সমাজের বাইরের উঁচু মঞ্চে দাঁড় করিয়ে রেখে নিচে দাঁড়িয়ে থাকা মানুষদের 'ভাল'র জন্যে কাজ করার কথা ভাবে - দুরকম করে
 ক) নিজের সিদ্ধান্তকে সরাসরি চাপিয়ে দিয়ে
খ) অথবা সমাজে যারা বঞ্চিত ভাবছে, যারা পুঁজির তৈরি উতপাদন ব্যবস্থায় যুক্ত হতে না পেরে মানসিক যন্ত্রণা বোধ করছে, কৌশলে নিজের সিদ্ধান্তকে নানান কর্পোরেট পদ্ধতিতে আলোচনার মাধ্যমে তাদের ওপর নাচাপানোর আছিলায় সেই সিদ্ধান্তটিই নিতে বাধ্য করে।
দুটি পদ্ধতির শেষ লক্ষ্য হল নানান আছিলায় তথাকথিত পিছিয়ে পড়া সমাজের এক গুচ্ছ গরীব দেগে দেওয়া, অশিক্ষিত দেগে দেওয়া, অকম্মা দেগে দেওয়া, অজ্ঞানী দেগে দেওয়া মানুষকে শিরদাঁড়া বেঁকিয়ে কর্পোরেটিয় গণতন্ত্রিক কেন্দ্রিয় নিয়ন্ত্রণযুক্ত বড় পুঁজি নির্ভর উতপাদন প্রক্রিয়ায় যুক্ত করা।

No comments: