Friday, March 16, 2018

ভদ্রবিত্ত আর গাঁইয়াদের মানসিক তফাত ঘোচার নয়

শোনেন ভাই পাট শিল্প মানেই বড় পুঁজির কারখানা নয়, পাটশিল্প মানে দিনাজপুরের ৫০ হাজার বেশি রাজবংশী মহিলার হাতে বোনা তাঁতের ধোকড়া - যে কাজে পুরুষের প্রবেশ নিষেধ। এগুলি দিনাজপুরের পতিরাজ ইত্যাদি হাট থেকে লরি করে প্রতিবেশী বিহার উত্তরপ্রদেশে চলে যায়। সেখানে শরতঞ্চির কাজ করে। আর রাজবংশী বাড়িগুলোয় নানান কাজে লাগে। বিয়েতে অবশ্য দেয়। তবে আধুনিক রাজবংশীরা বাঙালিদের দেখাদেখি ধোকড়ার ধার ধারে না, সে অন্য উপনিবেশের গল্প।
বাংলার পাট মানে পাটচাষী, ধোকড়া বুনক দিনাজপুরের রাজবংশী মহিলা। আদতে মধ্যবিত্তের কাছে পাট মানেই শুধু দক্ষিণবঙ্গের বড় পুঁজির মিলগুলি। যা অসত্য।

No comments: