Friday, January 19, 2018

মুঘল দরবারে এশিয় সম্প্রদায়

শাহজাহানের রাজত্বের শেষ দিকের একজন লেখক চন্দ্রভান ব্রাহ্মণ মুঘল অভিজাত সম্প্রদায়ের বর্ণনাটি স্মরণযোগ্য-
আরব, পারসিক, তুর্কী, তাজিক, কুর্দ, লার, তাতার, রুশ, আবিসেনিয়, সার্কাসীয় প্রভৃতি জাতির এবং রাম(তুর্কী), মিশর, সিরিয়া, ইরাক, আরব, পারস্য, গিলান, মাজান্দ্রান, খোরসান, সিস্তার, ট্রান্স-অক্সিয়ানা, খোয়ারিজম, কিপচক, স্টেপস, তুর্কীস্তান, ঘারীজস্তান, কুর্দিস্তান প্রভৃতি দেশের বিভিন্ন শ্রেণী ও দলভূক্ত ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ব্যক্তিগণ মুঘল দরবারে আশ্রয় গ্রহণ করিয়াছে, এবং বিভিন্ন দলভুক্ত জ্ঞানী কর্মদক্ষ ভারতীয়গণ যথা বুখারী, ভাককারী, শুদ্ধ সৈয়দ ও মহান শেখজাদাগণ, আফঘান উপজাতির(উলুলাৎ) লোদী, রোহিলা, খোয়াসগী, ইউসুফজাইগণ, রাণা, রাজা, রাও এবং রায়ান প্রভৃতি উপাধিতে ভূষিত রাঠোর, সিসোদিয়া, কাচওয়াহা, হারা, গওর, চৌহান, ঝালা, চন্দ্রাবৎ, যাদাউন, তনওয়ার, বাঘেলা, বৈস, বারগুজর, পানওয়ার, ভাদুরীয়া, সোলাঙ্কি, বুন্দেলা, সেখাওয়াৎ, প্রভৃতি রাজপুর উপজাতির ব্যক্তিগণ ভারতবর্ষের ঘককর, লাংগো খোকর, বালুচ প্রভৃতি উপজাতির ৭০০০ হইতে ১০০০, ১০০০, ১০০, হইতে ১০০ এবং ১০০ হইতে নিম্ন সংখ্যক আহদি পদাধিকারী আসি ও মসিতে দক্ষ ব্যক্তিগণ, করণাটক, বঙ্গদেশ, আসাম, উদয়পুর, শ্রীনগর, কুমায়ুন, বানধু, তিব্বত এবং কিস্তওয়ার প্রভৃতি দেশের প্রতিটি শ্রেণী ও দলভূক্ত জমিদারগণ মুঘল দরবারের সান্নিধ্যে আসিয়া কৃতার্থ হইয়াছে।

এম আতাহার আলির ঔরঙ্গজেবের সময়ে মুঘজল অভিজাত শ্রেণী থেকে

No comments: