Tuesday, January 2, 2018

গেনিজা পাণ্ডুলিপিতে ভারতীয় ব্যবসার সংবাদ

Shelomo Dov Goitein মিশরে গেনিজা নিয়ে কাজ করতে গিয়ে ভারতীয় ব্যবসা সম্বন্ধীয় তথ্যের স্বর্ণখনি আবিষ্কার করেন। তিনি বলছেন মধ্যযুগের অর্থনীতিতে ভারত বিশ্ব অর্থনীতির অক্ষদণ্ড ছিল। তিনি ১০৯৭-৯৮ সালের(যখন বাংলায় কৈবর্ত-পাল শাসন চলছে) ১১টি গেনিজা প্রশাসনিক পাণ্ডুলিপিতে তুনিসিয়ার বণিক, জোসেফ লেবদির বিরুদ্ধে আইনি ব্যবস্থাপনার খবর পান। জোসেফ আদেন থেকে মিশর হয়ে ভারতের দিকে আসছিলেন। তার জাহাজ সমুদ্রে ভেঙ্গে পড়ে এবং নানাভাবে সম্পদ হারিয়ে তিনি সর্বহারা হয়ে পড়েন।Geniza Research বইতে Goitein লিখছেন,
I was electrified. The India trade was the backbone of medieval international economy. America was discovered because Columbus was seeking a direct route to India. But no documents about the subject had been known thus far in any language prior the Portuguese. If such material could escape Jewish scholarship, it was evident, that the socio-economic research on the Cairo Geniza, based on its Arabic documents, had not yet begun.
{Shelomo Dov Goitein, (April 3, 1900 – February 6, 1985) was a German-Jewish ethnographer, historian and Arabist known for his research on Jewish life in the Islamic Middle Ages, and particularly on the Cairo Geniza. Geniza is a storage area in a Jewish synagogue or cemetery designated for the temporary storage of worn-out Hebrew-language books and papers on religious topics prior to proper cemetery burial.}

No comments: