Friday, January 26, 2018

নেহরুর উচ্ছেদময় বিজ্ঞান নির্ভরতা

"ফলে যখন অপশ্চিমি সভ্যতার কোন রাষ্ট্র উন্নয়নের জোব্বা গায়ে চাপিয়ে নিয়ে, নতুন নতুন উন্নয়নের মন্দির মসজিদ তৈরি করে নব্য সমাজ আর অর্থনীতি গড়তে বদ্ধ পরিকর হয়ে ওঠে, তখন পশ্চিমি বিজ্ঞান তার অকৃত্রিম, স্বাভাবিক, আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়। ঠিক এই কারণেই নেহেরু উচ্ছেদ, ধ্বংস এবং অত্যাচারী বিপুল বিশাল উন্নয়ন যজ্ঞকে বলেছিলেন এ যুগের মন্দির।" - ক্লদ আলভারেজ
ঠিক যে জন্য ষাটের দশকে কোন মোড়কের কোন বামপন্থী দক্ষিণপন্থী দলই ফোর্ড ফাউন্ডেশনের মত সাম্রাজ্যবাদী নিদানযুক্ত নেহেরুসুলভ উন্নয়নের পথের বিরোধিতা করে নি। তাদের প্রত্যক্ষ্য অপ্রত্যক্ষ মদতে অবাধে আদিবাসীদের জমি দখল উচ্ছেদ, দেশিয় প্রথায় চাষ উচ্ছেদ করে, বড় পুঁজির ব্যাঙ্ক ব্যবস্থা গ্রামে ঢুকিয়ে মধ্যবিত্তের চাকরি দালালি নিশ্চিত করা গিয়েছে।
স্বাভাবিকভাবেই সব ধরণের বিপ্লবী নেতা বা তাঁদের পুত্র-প্রপৌত্রের রাষ্ট্র-করপোরেটে চাকরি দালালি নিশ্চিত হয়েছে।

No comments: