Tuesday, January 23, 2018

বাংলার মাটি, বাংলার জল বাংলার চাষী, বাংলার ফল২

(দ্বিতীয় কিস্তি)

বাংলার কয়েক হাজারের মধ্যে ৩০টি উল্লেখযোগ্য সুগন্ধী ধান।
শেষ ১৫টা।

নিচের তালিকার বর্ননা।
ধান ওঠার সময়। প্রতি বিঘায়(৩৩ শতক) ফলন। ফলন এলাকা।

১৬। কালতুরা - ১৪০ দিন। ৭ মন। শুঁয়া কালো ধান। ছোট লম্বাটে চাল। দার্জিলিনং জেলা।
১৭। কাটারিভোগ - ১৪২ দিন। ৭ মন। লম্বাটে চাল। রোজকার ভাতের জন্য। দিনাজপুর।
১৮। রামচন্দ্রভোগ - ১৪০ দিন। ১০ মন। গোল চাল। সামান্য লবন আর জমা জল সহ্য করতে পারে।
১৯। রাঁধুনিপাগল - ১৪২ দিন। ১০ মন। হলুদাভ ধান। লালমাটির উপযোগী।
২০। মুগজাই - ১০০ দিন। ৭ মন। ছোট লালচে ধান। আউস, আমন, বোরো। ওডিসার ধান।
২১। তুলসা - ১১০ দিন। ৭ মন। মোটা গোল, শুঁয়া যুক্ত ধান। মহারাষ্ট্রের।
২২। হাতিধান - ১২৫ দিন। ৭ মন। গুচ্ছ ধান। লাল সুগন্ধী, চ্যাপ্টা চাল। ওডিসার চাল।
২৩। আদানশিল্পা - ১৪২ দিন। ১৪ মন। পাটনাই ২৩এর মত লম্বাটে। লাল সুগন্ধী চাল। ভাল ফলন।রপ্তানি।
২৪। কালাভাত - ১৪০ দিন। ১৩ মন। কালোচাল। পুষ্টিকর। ক্যান্সার বিরোধীও। লোহা আর দস্তা সমৃদ্ধ। রপ্তানিযোগ্য।
২৫। তুলসিভোগ - ১৪৫ দিন। ৭ মন। কালোনুনিয়ার মত ছোট শুঁয়াযুক্ত ধান। কোচবিহারের চাল। ভোগধান বলা হয়।
২৬। জেসমিন - ১২০ দিন। ১৩ মন। মাঝারি লম্বা দানা। সাদা চাল।
২৭। ভালুডুবরাজ - ১৪৫ দিন। ১২ মন। কালো শুঁয়া যুক্ত ধান। গোল মোটা। ওডিসা।
২৮। কালালাহি - ১৪২ দিন। ৯ মন। কালো শুঁয়া যুক্ত লম্বা ধান। অসম।
২৯। জে পি ১১০ - ১১০ দিন। ১৩ মন। মাঝারি লম্বা সরু চাল। বেনারসের জয়প্রকাশ সিংএর ধান।
৩০। গোবিন্দভোগ - ১৩৮ দিন। ১০ মন। বহুলপ্রচারিত বর্ধমানের চাল।

তথ্য ও গবেষণা - অনুপম পাল।

পশ্চিমবঙ্গের কৃশই দপ্তরের সৌজন্যে।

No comments: