Tuesday, January 23, 2018

নব্য উপনিবেশ
ইন্ডিয়া রাষ্ট্রের নব্য লুঠেরা ভদ্রবিত্ত সমাজ
রাষ্ট্রীয় মদতে লুঠেরা ইন্ডিয়া রাষ্ট্রের উদ্যোগে উন্নয়নের নামে ভারতেরে গ্রাম থেকে কোটি কোটি শূদ্রকে বলপ্রয়োগ করে উচ্ছেদ করে নিরাপত্তার লৌহ চাদরে মোড়া স্মার্ট ডিজিটাল শহরে নিয়ে এসে তৈরি হয়েছে নব্য জাতিবাদী কর্পোরেট-বান্ধব দাসেদের শূদ্র উপনিবেশ।
রোজ হাজার হাজার শূদ্র দাসে পরিণত হচ্ছে, এই মহাপুরুষপুজ্য জাতীয় দিনগুলোয় সেই বিচারটা হলে বোধহয় ভাল হত।
মাও-দাদাদিদি বিপ্লবীরা বিপ্লব শহরে দরকার গ্রামে নয়।
---
ছবি সান্য ধিংড়া
সূত্রঃ দ্য প্রিন্ট

No comments: