Monday, July 23, 2018

এলিজাবেথ কোলস্কি - কলোনিয়াল জাস্টিস ইন ব্রিটিশ ইন্ডিয়া১২

ক্যাপটিভে লিন্ডা কুলি দুরকম উপকথা লিখছেন কোনভাবে বিদেশে উপনিবেশ তৈরি করল ব্রিটেন।প্রথমত ড্যানিয়েল ড্ডিফোর রবিনসন ক্রুসোর মত ভূমি আত্র মানুষের ওপর বিজয়ী হয়ে। দ্বিতীয়টি হল জোনাথন সুইফটের গ্যালিভার ট্রাভলস যেখানে ঔপনিবেশিক শাসক নিজেই উপনিবেশের প্রজার হাতে বন্দী, নিপীড়িত। তৃতীয়টি আমি(এলিজাবেথ) লিখছি , বিদেশে বিজয় নয়, সেনা নিয়ে পৌঁছন নয় কিছু খুব সাধারণ নত্যনৈমিত্তিক কাজকর্ম যেমন সন্ত্রাস, মানুষের জীবনকে খাদের কিনারে নিয়ে ফেলা এবং মেরে ধরে বন্দী করা। এই দ্বিতীয়টাই ভারতে করেছিল ব্রিটিশ উপনিবেশ।
In her study, Linda Colley offers two parables about "the making and meanings of the British The first, portrayed by Daniel Defoe's Robinson Crusoe, is the imperialist as warrior: seizing and settling land, conquering and colonizing natives. The second, manifest in Jonathan Swift's Gulliver's Travels, is the colonizer as captive: oppressed, bound, and dominated by native people. This second story prokldes the starting point for Colley's book, which argues that "overseas venturing brings no conquests, or riches, or easy complacencies: only terror, vulnerability, and repeated captivities." I would argue that just as there is a third face of colonialism, so too there is a third parable about the meaning and making of the British empire, this one featuring a cast of in-between characters who were captors but not conquerors. Their story is the subject of the remainder of this chapter.
এলিজাবেথ কোলস্কি - কলোনিয়াল জাস্টিস ইন ব্রিটিশ ইন্দিয়ার ৪৪ পাতা থেকে

No comments: