Monday, July 23, 2018

এলিজাবেথ কোলস্কি - কলোনিয়াল জাস্টিস ইন ব্রিটিস ইন্ডিয়া৪

এলিজাবেথ বলছেন ব্রিটিশরা বলেছিল মুঘল সাম্রাজ্যের আইনের অভাব থেকে উপমহাদেশকে উদ্ধার করতে তাদের আইন হস্তে আবির্ভাব। আমরা ভদ্রলোকেরা সেই দাবির খোঁয়ারিতেই কাটিয়ে দিলাম আড়াইশ বছর প্রায়। একবারও ভেতরে ঢুকে দেখলাম না যে ঔপনিবেশিক আইন অবলম্বন করে, আইন দেওয়ার নাম করে, যে হিংসার প্রাদুর্ভাব সারা উপমহাদেশে ঘটিয়েছে, তা মানবাধিকার হরণ। আমরা ভদ্রলোকেরা সেই উদাহরণকে আত্মস্থ করে ছোটলোকেদের ওপর নামিয়ে আনলাম নব্যঔপনিবেশিক হিংসা, বাংলা ভাগের পর।
এলিজাবেথ এখানে নাসের হুসেন মশাইয়ের একটি বইএর উল্লেখ করছেন দ্য জুরিসপ্রুডেন্স অব ইমারজেন্সি। এলিজাবেথের বইটির মত এটাও খুব জরুরি বই।
আসুন সাম্রাজ্যকে আমরা আরেকটি দৃষ্টি দিয়ে দেখি।
By taking a classic colonial claim - of bringing law and order to pre-colonial chaos and mayhem - and turning it on its head, this study zeroes in on a rather unusual source of lawlessness and disorder: the Briton himself. The unsettling picture that emerges from our investigation of white violence
and its handling in the colonial courts should not be brushed off as a list of exceptions, an phenomenal sideshow to the main stage of Pax Britannica. The exemplary cases selected for examination in this book represent a small fraction of those chronicled in the historical record. The innumerable other incidents of interracial violence that never made their way through official channels remain beyond the historian's reach. As James A. Sharpe argues, unrecorded crime is the "dark figure" impeding our understanding and statistical analysis of rates and patterns of crime and conviction over time.

No comments: