Thursday, July 5, 2018

দিকমণ্ডল

এগারো শতকের দিকমণ্ডল, তার পাশে আধুনিক স্টার ডায়াল।
ব্রিটিশবাবারা বলে গ্যাছে আমরা অশিক্ষিত ছিলাম, তো ভদ্রবিত্ত সেই কথার প্রতিধ্বিনি করে কলাটা মুলোটা গুছিয়ে নিয়েছে। আর সঙ্ঘিরা নিজের সভ্যতা সম্বন্ধে একন অশিক্ষতদের মত লেখা দেয় তাতে পশ্চিমিদের প্রচার আরও জোরদার হয়।
দিকমণ্ডলে আমাদের মত করে আমরা ব্রহ্মাণ্ডকে দেখতাম।
ঠিক যেমন করে আজ স্টার ডায়াল দিয়ে পশ্চিমের মানুষেরা ব্রহ্মাণ্ড দ্যাখে। দিকমণ্ডল; রূপলাগি, কমল ইত্যাদি নানান ধরণের দিকদর্শন যন্ত্র ছিল বলেই আমরা ভারত আবিষ্কার করতে গিয়ে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করে বসিনি।
তবুও আজও পশ্চিমি বাবাদের তথ্যে আমরা কলের পুতুলের মত নাচি।
দুবছর আগে কৃন্না শাহের(Krinna Shah) লিখেছিলেন -
Dikmandal, 11th century, Dhubela, Chattarpur, State Museum of Madhya Pradesh, Bhopal. Adjoining picture is the Star Dial of today's time. Bal Krishna Lokhande had shared interesting information connecting both. Museums are important. As per Mr. Lokhande's comment -27 नक्षत्र, उनके अधिपति चार, सप्तरिषी ,राशिया, दिशाये / आठ वसु, नवग्रह, 13 देवकन्याये, न्याय कर्ता राजा धर्म ऐसे 85-90 figure s depicted in sculpture.

No comments: