Sunday, July 8, 2018

এক পোয়ার বাটখারা - আগ্রা

এককালে আগ্রা ছিল উত্তরভারতের ব্যবসাবাণিজ্যের অন্যতম পাইকারি এলাকা। ধারণা সেই সূত্রে এই প্রাপ্তি।
কারিগরদের বক্তব্য, বড্ড এই কেজো বস্তুটি যার অন্য কোন উপযোগ নেই শুধু পণ্য মাপন ছাড়া, সেটি তৈরির সৌন্দর্যবোধ লক্ষ্য করুণ আর আজকের পশ্চিমি সূত্রে প্রাপ্ত বাটখারাগুলির চেহারা মিলিয়ে নিন।
গোটা পূর্বপৃথিবীর মানুষের দৈনন্দিন থোড়-বড়ি-খাড়া জীবনে টুকরো টুকরো সৌন্দর্যবোধ বাঁচতে, জীবনকে দেখতে শেখায় নতুন করে।
Soumen Nathদার সৌজন্যে।

No comments: