Thursday, July 12, 2018

ইউরো-মেট্রো কলোনিয়াল ইউনিভার্সিটি

ব্রেকিং নিউজ
জিও বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রভাবে প্রভাবিত হয়ে উপমহাদেশের উপনিবেশের প্রাক্তন রাজধানী, একদা সাম্রাজ্যের দ্বিতীয় শহর, কলকাতায় চিরস্থায়ী বন্দোবস্তজাত অভিজাত, ঔপনিবেশিক বুদ্ধিজীবিদের উদ্যোগে অতি শিগগিরি ভদ্র ছানাদের জন্যে ঔপনিবেশিক সাম্রাজ্যিক বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে
নাম হবে ইউরো-মেট্রো কলোনিয়াল ইউনিভার্সিটি
ছাত্র-ছাত্রীদের যোগ্যতা
কর্পোরেটিয় ইংরেজি মাধ্যমে শিক্ষা,
নবজাগরণে অচলা আস্থা,
ইওরোপিয় ভাষায়(আপাতত ইংরেজি) স্বপ্ন দেখা,
ইওরোপ বা আমেরিকামন্যতা,
গ্রামকে প্রতিক্রিয়ার গড় হিসেবে দ্যাখা,
গরীব গাঁইয়াদের অজ্ঞ, মুর্খ, অশিক্ষিত, অসভ্য, অদক্ষ দাগিয়ে দেওয়া,
কেন্দ্রিয় উৎপাদন ব্যবস্থাই মুক্তির পথ হিসেবে দেখেও বিশ্বায়নকে তেড়ে গালাগালি দেওয়া
পারিবারিক যোগ্যতা
ঘনিষ্ঠ আত্মীয়ের ইওরোপ আমেরিকায় বিদ্যালয়/কর্পোরেটে চাকুরি
আবশ্যিকভাবে মেকলেবাদী,
স্বচ্ছল/ধনী উচ্চবর্ণ,
অন্তত তিন প্রজন্মের সরকারি চাকুরে অথবা পশ্চিমি পেশাদার পরিবার।

No comments: