Sunday, July 8, 2018

মাটির বাড়ির রং

Shahinur Rashid Tutul এই দুটো ছবি দিয়েছেন মাটির বাড়ির মাটির রং দেখাবার জন্যে। তিনি লিখেছেন - বরেন্দ্র অঞ্চলের মাটির বাড়ি লেপা হয় লাল (নাল) ও সাদা (ব্যালকা) মাটির গোলা দিয়ে। ছোটকালে সেসব বিক্রয় করা দেখিনি তবে সংগ্রহ করতে খরচ হতো। সারা বছরের জন্য সংগ্রহ করে রাখা হতো।
আমরা লিখলাম
যেমন দিনাজপুরের কুনোর গ্রামের যে পোড়ামাটির পণ্যের ওপর ল্যাপার জন্যে লালা রঙের মাটি সাতবার পাতন করে যে বনক তৈরি হয়, তা আনান হয় আলতা দিঘি নাম দীঘি থেকে। এছাড়াও অন্য নানান মাঠে পাওতা যায়। অনেকটা এই লাল রংটার মত।

No comments: