Monday, July 23, 2018

এলিজাবেথ কোলস্কি - কলোনিয়াল জাস্টিস ইন ব্রিটিশ ইন্ডিয়া৯

ব্রিটিশেরা উপমহাদেশে আসত ধনী হতে, আনন্দ পেতে। আনন্দ পেতে পশুও যেমন শিকার করত তেমনি দুচারটে কালো ছোটলোককেও শিকার করত।

আজ তার প্রাক্তন প্রভুর মত প্রগতিশীলেরা সরাসরি ছোটলোকেদের হাতে মেরে ফেলতে পারে না। অনেক ফ্যাচাং। ভাতে মারা চেষ্টা ছোটলোকেদের। ছোটলোকেদেরর প্রথম প্রজন্মের শিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, অসভ্য, অদক্ষ সর্বোপরি অপ্রগতিশীল লব্জে দাগিয়ে দিয়ে চরমানন্দ পান প্রগতিশীলেরা।

The English are the ruling race in this country and India is their sporting ground. Englishmen come to India to make money and to make themselves merry. Here shooting of tigers and bears is not sport; there can be no full sporting without occasional indulgence in native shooting

এলিজাবেথ কোলস্কির কলোনিয়াল জাস্টিস ইন ব্রিটিশ ইন্ডিয়ার ১৯ পাতা থেকে

No comments: