Monday, July 23, 2018

এলিজাবেথ কোলস্কি - কলোনিয়াল জাস্টিস ইন ব্রিটিশ ইন্ডিয়া১৩

১৭৮৮-১৮২৪ পর্যন্ত লন্ডনে ইওরোপিয়ান মিসকন্ডাক্ট ইন ইন্ডিয়া সমীক্ষা যেত, মূলত কলকাতারই। মাদ্রাজ আর বম্বে পাঠাত না। এই সমীক্ষায় দেখি কিভাবে ভিক্ষাজীবি, ভবঘুরে, চোর, ছদ্মবেশী, ছ্যাঁচড়, কুঁড়ে, জেল পালানো বন্দী, লুকিয়ে থাকা সেনা, জাহাজ পালানো নাবিকেরা কলকাতা জুড়ে এবং উপমহাদেশে ঘুরে বেড়াত এবং রোগ ছড়িয়ে, চুরি, খুন, লুঠ ইত্যাদি দুষ্কর্ম করে বেড়াত। শুধু সাধারণ মানুষের ওপরেই অত্যাচার করত না তারা প্রশাসনেরও মাথা ব্যথা ছিল। উপনিবেশ সরকার এদের সামলাতে পারত না। এই দলে পুরুষ মহিলা উভয়েই ছিল।
একটা বিষয় পরিষ্কার অরাজক এই দেশজুড়ে কোম্পানি ন্যায়ের পরিবেশ গড়ে তোলার যে দাবি করছে সেটা সর্বৈব মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপুর্ণ।

The official record of "European Misconduct in India, 1766- 1824" presents an unfamiliar picture of British power and society in early colonial Bengal (the accounts from Bombay and Madras were never sent to London). Here we see the terror and desperation of the many European vagabonds, imposters, robbers, burglars, beggars, frauds, planters, loafers, escaped convicts, and absconding soldiers and seamen who wandered about the Town of Calcutta and the Indian interior inebriated, diseased, insane, misbehaved, and unwilling or unable to hold down steady work. Their "general misconduct, constant intoxication, bad character and acts of disgraceful vagrancy," along with their confederacy against the government, resistance to authority, and murderous klolence, made them a menace to each other, to Indians, and to the Company, which prosecuted, punished, and deported them at its own expense. These men - and the few women among them, too - threatened a cornerstone of imperial power: its system for administering justice.
What makes the cases in this record so interesting is not only the individual stories of mayhem and misconduct but also what they reveal about the insecurity of early Company power and the uncertain status and ineffective nature of its laws. Neither rulers nor ruled, the unruly figures we find here presented a third face of colonialism that made the task of ruling India more difficult. In narrating the details of a small selection of these cases, my intention is to bear witness to a largely suppressed, if not hidden, history and to reflect upon what the cases tell us about the relationship between violence, law, and empire in India

এলিজাবেথ কোলস্কির কলোনিয়াল জাস্টিস ইন ব্রিটিশ ইন্ডিয়া ৪৪ পাতা

No comments: