Monday, July 23, 2018

'প্রথম প্রজন্ম শিক্ষিত' - বাঙালি বামপন্থা কি তাহলে শিক্ষিত প্রগতিশীলদের জন্যে?

এক বামপন্থী মেডিক্যাল ইস্যু বিষয়ে নানা মন্তব্যের মাঝে লিখছেন- 
"(আল আমিল) মিশনের অধিকাংশ ছেলেরই ব্যাকগ্রাউন্ড গরীব এবং প্রায় প্রত্যেকে তারা প্রথম প্রজন্ম শিক্ষিত। এই ছেলেগুলোর কাছে রাতারাতি প্রগতিশীলতা আমি আশা করিনা, কারোরই করা উচিতও নয়"।
"প্রথম প্রজন্ম শিক্ষিত" এই সব কথা আজও বলা হয় এবং তারা সক্কলে অপ্রগতিশীল এটা শিখে বেশ আধুনিক চক্ষু উন্মিলিতই হল। আমরা প্রজন্ম বিষয়ে বিষ্ময় প্রকাশ করতেই তিনি পাল্টা প্রশ্ন করলেন প্রথম প্রজন্ম শিক্ষিত লেখা ঠিক হয় নি কেন বলছেন?
আমরা ছোটলোক হকার কারিগর চাষী - কোন প্রজন্মেরই শিক্ষিত নই - এ সব মেডিক্যাল, শিক্ষাদীক্ষা, প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম ইত্যাদি বিষয় আমাদের ধর্তব্যের বাইরে।
তবু বন্ধু Somnath Roy তাঁর কাছে ব্যাপক খিস্তি খেয়েও আমাদের ছোটলোকেদের সমর্থনে লিখেছেন -
"সেই প্রথম প্রজন্মের শিক্ষিত এবং 'অশিক্ষিত' দের প্রতি অনুকম্পামিশ্রিত বিদ্বেষ গত এক শতাব্দীর বাম আন্দোলন দূর করতে পারেনি দেখা যাচ্ছে।
আর ঠিক সেই জন্যই মমতা, লালু, মুলায়মদের এদেশে বারবার অবতীর্ণ হওয়া দরকার।"
তাঁকে শুভেচ্ছা।

No comments: