Friday, July 27, 2018

বাংলা নামের রাজনীতি - কারিগরদের ভাষ্য

দ্যাখেন ভাই, আমরা কারিগর অর্থনীতির মানুষ। এই সব মধ্যবিত্ত ক্ষমতার উচ্চাকাঙ্খার লড়াইতে নাই। অতনু যা লিখেছিলেন, সেটা আমার ব্যক্তিগত শেয়ার। আমরা দলগতভাবে মনে করি পেটেন্ট আদতে বড় পুঁজির নিজেদের মধ্যে তথ্য লুকোনো আর বাজার দখলের লড়াই।
কোটি কোটি টাকা বিনিয়োগে টাটা বা প্রাণ দুপাশেই ব্যবসা করতে পারেন অবাধে। কিন্তু সীমান্তের দুপাশের কারিগর বা হকার দুপাশে কয়েক হাজার টাকা বা লক্ষ টাকার পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন না সীমান্ত আইনের জন্যে, সরকার এনজিও সুশীল সমাজ বাংলা নাম নিয়ে যতটানা উৎসাহী, এ সব বিষয়ে কথা বলতে ততটাই অনুৎসাহী।
ফলে বাংলা নামজাত পেটেন্ট, জিআই ইত্যাদি দখলদারি নিয়ে লড়ুন আপনারা যারা ক্ষমতা নিয়ে ভাবেন। আমাদের কারিগরদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। বাংলা যে রসগোল্লা, জামদানি ইত্যাদির জিআই নিল তাতে কি কারিগরদের হাল ফিরেছে? ফুলিয়ায় রোজ তাঁতি উচ্ছেদ হচ্ছে দুপাশ থেকে আসা কলের তাঁতের উতপাদনে বাজার দখলের জন্যে।
বাংলা নাম নিয়ে কারিগরদের আনন্দ হয়েছে।
আর অন্য ক্ষমতা বিষয়ক ইস্যু নিয়ে নিয়ে আপনারা দুপাশের মধ্যবিত্ত আর উচ্চবিত্তরা লড়ে নিন।

No comments: