Wednesday, November 9, 2016

৫০০/১০০০ টাকা বাতিলের ঘোষণা

আমাদের ধারণা
১। এই জন্যই নতুন রিজার্ভ ব্যঙ্ক প্রধান করা হয়েছে প্রাক্তন রিল্যায়েন্স কর্মীকে।
২। রঘুরামকে দরজা দেখানো হয়েছে - জেটলির সঙ্গে তাঁর বহু নীতি নিয়ে লড়াই হয়েছিল।
৩। এ রকম ছোট ছোট ধাক্কা দিয়ে চলবে। দীপঙ্করদার আশংকাই হয়ত সত্য করে মোদিবাবু বড় খেলার দিকে যাবে।


আশংকা, এতে
১। আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে হ্যারিকেন হবে - সাতশ টাকার মাল কিনলে সাতটা একশ টাকা বা ৭০টা ১০ টাকা আর কে দেবে!
২। ব্যবসাটা বড় ব্যবসায়ীদের দিকে যাবে।
৩। পাড়ার যে সব দোকানে ক্রেডিট কার্ডে কেনার সুযোগ নেই তাঁদের ব্যবসা মল বা মলের মত পাড়ায় পাড়ায় ছোট ছোট ঠাণ্ডা দোকানে যাবে।
৪। বড় টাকার নোট মানে আরো বেশি জাল যদি এই তত্ত্বে ৫০০/১০০০ বাতিল হয়, তাহলে কোন যুক্তিতে ২০০০টাকার নোট বাজারে আসে? আসা সদরকার ছিল তো ২০০ টাকার নোট!
ভারতের কর্পোরেটাইজেশনের চূড়ান্ত দিকে যাওয়ার আশংকা।

No comments: