Thursday, November 4, 2010

ষাইটোল ব্রত

ষাইটোল ব্রত
উত্তবঙ্গের কোচবিহার জেলারই ব্রত কোচবিহার যেহেতু এক সময় নৃপতি শাসিত রাজ্য ছিল তাই এই ব্রতটি নিয়ে বহু আলোচনা বয়ে গিয়েছে সাধারণতঃ সন্তান কামনা আর সন্তান কল্যানে এই ব্রত অনুষ্ঠিত হয়ে থাকে আজও ষাইটোল এক লোকদেবী হয়ত ষষ্ঠী ঠাকরোনইবা কেননা ষাইটোলের বহু গানে তাঁর উল্লেখ পাওয়া যায় ষষ্ঠী মায়ের জন্মরে হইল নন্দী গোয়ালের ঘরে, কি ষষ্ঠী মা মনদিসে ঘোরে বন্ধ্যা নারীর সন্তান লাভসহ সন্তান ঘিরে নানান সাংসারিক আকাঙ্খা ষাইটোলের ব্রতের ধারাভষ্যে সহজেই উঠে আসে এই ব্রতে লোক কাহিনীর নায়িকা লীলাবতী বা নীলা স্বামী পরিত্যক্তা হয়ে যখন দিন কাটান তাঁর জবানে উঠে আসে যেন ফুল্লরার বরোমাস্যা 
ব্রতটিতে গ্রাম্য কিশোরীরা হাঁটু পর্যন্ত কাপড় পরে প্রথমে ঢাকিকে বন্দনা করেন ভাল্ কইরা বাজান রে ঢাকুয়ার সুন্দর কমলা নাচে সঙ্গে দোতরা, বাঁশী, মন্দিরাও বাজানো হয় ঢাকীকে সামনে রেখে ষাইটোলের নানান বৃত্তান্ত গাওয়া হয় কয়েক বছর আগে ফুলতি গিদালি বর্মণ কলকাতায় এই নাচ দেখিয়ে যান

No comments: