Tuesday, November 2, 2010

অজিত সরকার আর নেই

গত পরশু রাতে দিনাজপুর থেকে বন্ধুবর শোলা শিল্পী মধুমঙ্গল দূরাভাষে তার বাড়ির কাতিপুজোয় আমন্ত্রণ জানানোর পর খুব কুণ্ঠিত কণ্ঠে জানালেন মুখা শিল্পী অজিত সরকার আর নেই। দিন চারেক আগেই তিনি গত হয়েছেন। এবারের তাঁর বাড়ির কাতিপুজোও আর সেই ধুমধাম করে হবে না আরও দুঃসংবাদ, এক মাস বাদে তাঁর মেয়ের বিয়ে ঠিক করেছিনলেন। সেটিও যে কী হবে কে জানে। 
অজিত সরকার প্রায় অজাত শত্রু মানুষ ছিলেন। নানান মেলায় তাঁর সঙ্গে দেখা হওয়া যেন এক অবধারিত কাজ ছিল। তিনিই আমাদের বিশদে বুঝিয়েছিলেন দিনাজপুরের নানান লৌকিক কর্মমাণ্ড। তাঁর মুখোশ এক নাজানি কী এক শৈল্পিক কাণ্ড। 
আগামীদিনে আমরা, কলাবতী মুদ্রার বন্ধুরা আর তাঁর সাহচর্য পাবনা, তাঁর সস্নেহ পথ নির্দেশও পাব না ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে।
যদি সম্ভব হয় আগামীদিনে তাঁর কিছু কাজ যদি লোকফোকএর বন্ধুদের দেখাতে পারি তা হলে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ হবে
Post a Comment