Saturday, September 23, 2017

প্রসঙ্গ ছোটলোক

ক্ষমতা সবসময় পাত্তা পেতে চায় - কিছুর অভাব বুঝিয়ে (আমি আছি, সে অভাব পূর্ণ করে দেব গোছের কথা বলে - তোমাদের ভদ্রদের একাংশ অচ্ছুত, হরিজন বলে গালি দেয়? এই নাও আমি ভদ্র-ক্ষমতা, তোমায় দলিত নাম দিলাম। ব্যস, ভদ্র-জাতে তোমায় তুলে নিলুম। কেমন, খুশি তো?);
আর কিছু কেমন দিলাম গোছের ঘটনা শব্দ-বন্ধ ব্যবহার করে(এই তো তোমায় কত সম্মান দিলাম, এই যে চাষীভাই বলি, এই যে তোমায় ইংরেজি পড়ার সুযোগ করে দিলুম, তোমায় কোট প্যান্ট পরালুম, তুমি ধন্য হলে)।
রে বা#৳%তেরা যাই দিস, তাতে আমার কি, আমরা গাঁইয়া, ছোটলোক, তোরা ভাবছিস আমাদের দমিয়ে রাখবি, লুঠেরা-ভদ্র করে তুলবি, ওটি হচ্ছে নি।

No comments: