Saturday, September 23, 2017

সত্তর বৎসর - বিপিন চন্দ্র পাল

শ্রীহট্টের সাহজালাল দরগা যেমন মুসলমানদিগের একটা পীঠস্থান, দুর্গাবাড়ি সেইরূপ হিন্দুদিগেরও ছোটখাট এক পীঠস্থান। কেহ কেহ বলেন যে তন্ত্রোক্ত ৫২ পীঠের মধ্যে শ্রীহট্ট একটা পীঠ। ...শ্রীহটতে সতীর হাত পড়িয়াছিল। শ্রীহস্ত হইতেই শ্রীহট্ট নাম হইয়াছে।...

হিন্দু যাত্রীরা শ্রীহট্টে যাইয়া এক দিকে যেমন দুর্গাবাড়ীতে পূজা দিতেন, অন্য দিকে সেইরূপ সাহজালালের মসজিদ পরিক্রমণ না করিয়া এবং সাহজালালের দরগাতে সিন্নি না দিয়া ফিরিতেন না।

ফলতঃ সে অঞ্চলের হিন্দুরা সাহজালালকে নিজেদের দেবতার আসনে না তুলিয়া ছাড়েন নাই। সাহজালালকে তাঁহারা মহাদেবের অবতার বলিয়া গ্রহণ করিয়াছিলেন, এবং হিন্দু সন্ন্যাসী এবং মুসলমান ফকির মিলিয়া গাঁজা দিয়া সাহজালালের সিন্নি দিতেন। এই গাঁজার সিন্নি দিবার সময় একটা পদ গান হইত

'হো! বিশ্বশ্বর লাল!
তিনি লাখ পীর সাহ জালাল!'

No comments: