Tuesday, September 19, 2017

গাঁইয়ারা কুসংস্কারাচ্ছন্ন, আর শহুরেরা মুক্তবুদ্ধির

গাঁইয়ারা কুসংস্কারাচ্ছন্ন, আর শহুরেরা মুক্তবুদ্ধির - এই সিদ্ধান্তটাদারুণ ভাবনা। গাঁইয়াদের যে কোন সুযোগে, যে কোন ছুতোয়, খিস্তি করা যে কোন শর্তে জায়েজ। শহুরেরা যা ভাবেন, যা করেন তা প্রগতিশীলতায় মাখামাখি। পুঁজির রাখওয়ালা ভদ্রদের প্রগতিশীল উন্নয়নমুখী ভাবনায় যদি গাঁইয়ারা সাথ না দেয়, তাহলে হয় তারা বধ্য, না হয় তারা উচ্ছেদ্য - শহুরেদের কথা না শুনলে হয় উচ্ছেদ কর নয় তো রাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের মুখে ফেলেদাও। সেই নবজাগরণ পর্ব থেকে গাঁইয়াদের সবক শেখানোর বিষয়টা শহুরেদের একচেটিয়া সম্পত্তি।
আসুন ব্রিটিশ-নেহরু-মোদিবাবাদের উচ্ছেদ কাণ্ডের পাশে দাঁড়িয়ে ভদ্রস্বার্থ সংরক্ষণের আড়াইশ বছরের অবশ্য পালনীয় ঐতিহ্য রক্ষা করি।

No comments: