Saturday, September 23, 2017

সত্তর বৎসর - বিপিন চন্দ্র পাল

ঢাকা মুসলমান শহর বলিয়া স্থানীয় ভাষায় বড় বাড়ীকে অন্ততঃ সেকালে 'হাভেলি' বলিত - তাহার একটা বড় দেউড়ী ছিল। বাড়ীর নিকটেই একটা মসজদ ছিল। আমাদের বাসার জানালা হইতে মসজিদটা দেখা যাইত। সকাল সন্ধ্যা যখন মসজিদে আজান দেওয়া হইত তখন আমিও ওই জানালায় দাঁড়াইয়া দুহাতে দ'কান ধরিয়া 'আজান' দিতাম ইহা স্পষ্টই মনে আছে।

No comments: