Monday, August 6, 2018

নোট বাতিল আর পঞ্জীকরণে সব থেকে ধাক্কা লেগেছে লাগবে ছোটলোকেদের

ভদ্ররা ঠিক এধারওধার করে বেরিয়ে যাবেন সামাজিক সম্মান যোগাযোগ অর্জিত সম্পদ কাজে লাগিয়ে।
এক প্রখ্যাত অধ্যাপকের নাম ছিল না। তার নাম উঠে গিয়েছে। ভাল কথা। আনন্দের কথা। তার হয়ে বলার করার লোক প্রচুর ছিল। তিনি প্রভাব খাটিয়ে কাগজে লিখেছেন, প্রেস কনফারেন্স করেছেন কলকাতায়।
কিন্তু ছোটলোকেদের কি হবে? তাদের হয়ে কাগজ তৈরির লোক কোথায়? তারা কবে কলকাতায় প্রেস কনফারেন্স করবেন, কি করে করবেন?
সরাসরি দাবি করছি পঞ্জীকরণ বাতিল হোক।
বামেরা এবারেও ছোটলোকেদের পাশে দাঁড়াবে না, বারবার ধরি মাছ না ছুঁই পানি করবে। তাদের যতটুকু সামাজিক গুরুত্ব আছে সেটাও যাবে।

No comments: