Friday, August 17, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - বাংলার কারিগর অর্থনীতি - সাতটি কিস্তির তাত্ত্বিক আলোচনা

কারিগর অর্থনীতি নিয়ে এটা সাত কিস্তির ধারাবাহিক - একটি সুতোয় - সাতটি কিস্তির সূত্র দেওয়া আছে আলাদা আলাদা করে।
বন্ধুরা যারা মনে করছিলেন এই উৎপাদন ব্যবস্থা সম্বন্ধে জানা দরকার তাদের জন্য লেখা হয়েছিল মাস ছয়েক আগে।
দীপঙ্করদা, শমীক, সোমনাথ, রৌহিন ইত্যাদির সঙ্গে আলোচনার বাইরে তত্ত্ব তৈরি করে দিয়েছেন বাংলার লাখো কারিগর তাঁতি আর অভিকর শিল্পরা। এক সময় মন দিয়ে পথ ব্যবসায়ীদের কাছে বহু কিছু শিখেছিলাম। Saktimanদা অথ দেখিয়েছিলেন। আজ ক্রমাগত শিখে চলেছি কারিগরদেরে কাছ থেকে কিভাবে নিঃশব্দে কর্পোরেট বিরোধী লড়াই চালাতে হয়। মূলত হকার আর কারিগরদের কাছে ঋণের শেষ নেই। শেখারও শেষ নেই।
বনেদিয়ানার ঢঙেই বলি, এটা তাত্ত্বিক তাথ্যিক লেখা হবে। সবার জন্য নয়। সুখপাঠ্য তো নয়ই - মার্ক্সপন্থীদের জন্যে নয়ই। এক্কেবারে মেঠো মানুষদের জন্যে।
দাবিটি আপাদমস্তক রাজনৈতিক। বর্তমান রাজনৈতিক অবস্থার ছাপ অনপনেয়ভাবেই পড়েছে। যাদের এই রাজনৈতিক বক্তব্য অস্বস্তির এবং এই বিশাল লেখাটি ঝামেলাদার মনে হবে স্বচ্ছন্দে এড়িয়ে যেতে পারেন। এর আগে কয়েকবার এই নিয়ে আলোচনা করেছিলাম - কিন্তু সাঁটে। এবারে বিশদে প্রেক্ষাপট এবং তার ঐতিহাসিক ভূমিকা তৈরি করে দেওয়া গেল।
এখানে সেই সাতটি কিস্তির সূত্র একসঙ্গে দিলাম আরেকবার পড়ার জন্যে।

No comments: