Wednesday, August 22, 2018

বাঁকড়োর বেলেতোড়ের খ্যাতি মেচা সন্দেশ আর রায় পরিবারের গুণে

এই পরিবারের সন্তান, বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভেরর বাড়ির দুর্গা মূর্তি। 
ঘটেপটে পূজার আধুনিক রূপ। 
মানুষটা সারা জীবন ধরে ৮০০ পুঁথি সংগ্রহ করেন, অধ্যাপনা করেন দীনেশ সেনের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। এই উপাধি তাঁকে সাহিত্য পরিষদ দেয়।
শ্রেষ্ঠ কীর্তি শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কার। তিনি যামিনী রায়ের জ্ঞাতি ভ্রাতা।

No comments: