Tuesday, August 7, 2018

বিদ্যাসাগর কদাপি অজ্ঞেয়বাদী ছিলেন না

· 
Arjundeb Sensarma গত বছরের লেখা -
বিদ্যাসাগর কদাপি অজ্ঞেয়বাদী ছিলেন না।দেওয়ান কার্ত্তিকেয়চন্দ্র রায়ের জীবনচরিতের ভূমিকায় বিদ্যাসাগরের উক্তি উদ্ধৃত রয়েছে।সেখানে স্পষ্টত বিদ্যাসাগরের স্বর্গবিশ্বাস ব্যক্ত রয়েছে।
বিদ্যাসাগর ত্রিসন্ধ্যা আহ্নিক নিয়মিত করতেন।প্রমাণ আছে।
'ঈশ্বর নিরাকার চৈতন্যস্বরূপ',এই বক্তব্য তাঁর শিশুপাঠ্য গ্রন্থে ছিল।পরে শিশুকে অধ্যাত্মশিক্ষা দেওয়ার প্রয়োজন স্মৃতি-নিষিদ্ধ বিধায়,তুলে দেন।
লক্ষ করবেন,বিদ্যাসাগর বেদান্তর অনুবাদ করেননি।তাও ধর্মীয় কারণেই।
আশাকরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রহ্মলীন হয়েছেন
অর্থাৎ আমাদের শোকতাপে তাঁর কিছুই এসে যায় না।
সিপিয়েম/নক্সাল বাইনারিতে বিদ্যাসাগরকে অজ্ঞেয়বাদী বানানোর এজেন্ডা প্রয়াস লক্ষ করি বিদ্যাসাগর মেলার সূত্রপাতে।

No comments: