Monday, July 4, 2016

দেশজ শিল্প পুনরুজ্জীবন চর্চা - শাঁখের শখ



শাঁখের কলম

শাঁখের সিঁদুরদানি







শাঁখের কলম

শাঁখের কলম
শেষ হয়ে যাওয়া কিছু পণ্য রত্ন উদ্ধার করেছে, এবং নতুন করে তৈরি আর বিক্রির পরিকাঠামো তৈরি করেছে WATAG তার ক্ষুদ্র সামর্থ্যে -
বিলুপ্ত-প্রায় বলা আমাদের স্বভাব নয়। কিন্তু কয়েক মাস আগে বিষ্ণুপুরের শাঁখ শিল্পী ধরণী লায়েককে অনুরোধ করেছিলাম শাঁখের কলম আর সিঁদুর দানি তৈরি করে দেওয়ার জন্য।
গাঁইগুঁই করে ছিলেন খুব। বলেছিলেন সে বাপ-দাদার শৌখিন কাজ কে আর দাদ দেয় দাদা। বাবাকে বানাতে দেখেছি, হয়ত কয়েক দশক আগে নিজেও কিছু বানিয়েছি। কিন্তু এখন তো সব ব্যবহার করে ফেলে দেওয়ার - এক-দুটাকায় মিলছে লেখার কলম। কে আর শখ করে এই কলম কিনবে।
আর সিরিয়ালের দৌলতে সিঁথির সিঁদুর এখন পেন্সিলে দেওয়া চল হয়েছে। শাঁখের সিঁদুর কৌটো কে আর বাড়িতে রাখে।
তবু নাছোড়বান্দার মত লেগেছিলাম - জ্বালাতন করেছিলাম বেশ কিছু দিন।
হঠাত আজই বিনা এত্তেল্লায় এসে হাজির লায়েকদাদা। সঙ্গে এই দ্রব্যগুলি।
চোখে জল চলে এল - সত্যি বলছি। ছোট বেলায় ব্যবহার করেছি। এই জিনিসগুলি আপনাদের সঙ্গে অংশিদারি করে না নিলে পাপ হবে তাই বললাম। কত শত শিল্পী আমাদের দেশে ছড়িয়ে আছেন... খোঁজও রাখি না। লায়েক দাদার অহংএ লেগেছিল। তিনি বানিয়েই ছাড়লেন।
আর আমরা কোটি কোটি টাকা দান পাওয়া এনজিও নই। এই যে শিল্পী এটি তৈরি করেছেন, তিনিও ১০০টাকা বছরে চাঁদা দিয়ে এই সঙ্গঠন চালাতে সাহায্য করেন।
এ সবগুলি আপনাদের জন্য সাজিয়ে দেওয়া গেল।
কাল থেকে পরম মাটি আপনে পাওয়া যাবে।
আমন্ত্রণ রইল।

No comments: