Friday, May 25, 2018

উতপাদনে দরকার সামাজিক নিয়ন্ত্রণ

মানুষের বাঁচার জন্যে বিদ্যুৎ নয়
কর্পোরেট বাঁচার জন্যে বিদ্যুৎ জরুরি
আমার নিজের এলাকার চাহিদা নিজের এলাকাতেই সামলাব। কর্পোরেট কি দরকার? তারা কয়েকশ পণ্য - গাড়ি, মোবাইল, কম্পিউটার করছে করুক। খাতা, খাদ্য, কাপড় ইত্যাদির হাজারো দৈনন্দিনের চাহিদা কেন কর্পোরেট উতপাদন করবে? তার জন্যে আমাদের হাতে যা মানুষ, প্রযুক্তি, দক্ষতা আর সম্পদ আছে সেটা যথেষ্ট। 
১৬১০ সালে ১০ লক্ষ গজ কাপড় ইওরোপে যেত, ১৬৭০এ ১০ কোটি গজ(মনে রাখা দরকার ইওরোপে যেত ভারতের মোট উতপাদনের মাত্র ১০%) এই বিশাল উল্লম্ফলের জন্যে আমরা কেন্দ্রিভূত কারখানা করিনি, মানুষ দক্ষতা বাড়িয়েছি।
বিদ্যুৎ দরকার অতিরিক্ত উতপাদনের জন্যে, লাভের জন্যে। মানুষের বাঁচার জন্যে নয়।
Dipankarদার থেকে জেনেছি যত ভাল, দক্ষতা সম্পন্ন, জ্ঞানিনর্ভর, সব বিদ্যুৎ আমলের আগে তৈরি হয়েছে।

No comments: