Thursday, May 31, 2018

শিল্পবিপ্লবের স্বার্থে ঔপনিবেশিক ভদ্রদের নিরন্তর প্রচেষ্টা

ঠিক যে জন্যে ভারতীয় উপমহাদেশকে কাঁচামালের আড়ত এবং শিল্পউতপাদনের খাতক হিসেবে তৈরি করতে প্রয়োজন ছিল ব্রিটিশ শিক্ষা এবং জীবনধারণ পদ্ধতিতে উদ্বুদ্ধ ভদ্রবিত্তের পঞ্চম বাহিনী হয়ে কাজ করা। তাঁর প্রতিদান তারা সে দিন থেকে পাচ্ছেন নানান ঔপনিবেশিকতার তত্ত্বে বিকশিত প্রশাসনিক পদে, ঔপনিবেশিক শিল্পসাহিত্য আঙ্গিক বিকাশের কাজে নিরত থেকে।
আজও তারা ইওরোপের স্বার্থে নিরন্তর কাজ করে চলেন।
In 1831, a sixth of the value added in British manufacturing came from cotton textiles, the production of which was mechanized as a consequence of global competitive pressures. In another measure, cotton went from accounting for 1 percent of British manufacturing in 1770 to 10 percent in 1841.
প্রসন্নন পার্থসারথি
হোয়াই ইওরোপ গ্রো রিচ এশিয়া ডিড নট

No comments: