Sunday, August 4, 2013

গৌড়ের ধ্বংসাবশেষ১, Ruins of Gour1

কিছু কথা
সম্প্রতি উত্তরবঙ্গ থেকে আসা বা উত্তরবঙ্গর দিকে যেতে যেতে, ভারতীয় রেলে মালদা সিটি আদতে গৌড়ের বর্তমান রূপ। এছাড়াও ৩৪ নম্বর সড়কে মালদা শহর ছাড়ালে বাঁ দিকে পড়বে বেশ কিছু পুরোনো ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষ আদতে বাংলার গর্বিত ঐতিহ্যের সরব সাক্ষী। আমরা যারা এপার বাংলার বহরমপুর, মালদা, সাতগাঁ, বিষ্ণুপুর, পুরুলিয়া, দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, সোনামুখী, বর্ধমান, বারুইপুর-দাখিন বারাসত হয়ে সুন্দরবনের নানা এলাকা, বেড়াচাঁপা, কৃষ্ণনগর, হুগলী, মেদিনীপুর, তমলুক, হিজলি, চুঁচুড়া, হাতিবাগান, ভাটপাড়া, চন্দননগরএরমত আরও নানান এলাকায় যাই না। অথচ বাংলা তথা ভারতের নানান গুরুত্বপূর্ণ এলাকা দেখতে যাই। একটু মন দিয়ে যদি বাংলার পুরনো এই শহরগুলো, তাদের ইতিহাস লক্ষ্য করি, তাহলে বাংলার নিরবিচ্ছিন্ন এক ইতিহাস, সংস্কৃতি এবং সৌন্দর্য বুঝতে পারব। আজ বাংলার এই যে নেই নেই ভাব, তাকেও অনেকটা কাটিয়ে, এই ভ্রমণে বাংলার কি ছিল, সেই পারমারথিক সম্পদগুলি নজরে পড়তে পারে। 

It is a sad fact that Bangalis are one of the most frequent tourists. We use to likely to pay visit mostly outside Bengal. We hardly know Bengals attractions. Cities, towns, villages of West Bengal use to say the glorious past we have little more than 250 years back. These cities certainly expresses Bengals culture, history. We need to open our eye and ear as much as we can.
In these series of posts we will look the ruins of Gour, once upon a time, capital of Bengal.

এই দফায় কয়েকটি ছবি দেওয়া হল। 

গৌড়ের কোতোয়ালি দরজা। ১৮০৮এ জেমস মোফাতের আঁকা([Kotwali] Gate at Gour'; an aquatint by James Moffatt, 1808)।

ফিরোজ় শাহ্‌ মিনার, টমাস ড্যানিয়েলের আঁকা, ১৮০৪(A Pagoda [Firoz Shah's Minar At Gaur]; by Thomas Daniell, 1804)

চামকাটা মসজিদ(Chamcutta mosque)। মোফাতের আঁকা ছবি। সঙ্গে  এক শ্রেণীর ফকিরকে আঁকা হয়েছে(gaur Chamcutta mosque at Gour, so called from a tribe of Fakeers who wound themselves')।

ছোটো সোনা মসজিদ, গোল্ডেন মস্ক, ১৮১৭র হেনরি গরডন ক্রেইটনের আঁকা([Gaur Chota Sona] Masjid, or small Golden Mosque; by Henry Gordon Creighton, 1817)

পাঁচ তলা পির আসা বা ফিরোজ শাহ্‌ তোরণ, সীতারাম, ১৮১৭-২১ (gaur five storeyed tower at Gaur known as the Pir Asa Minar or Firoz Shah Minar; a watercolor by Seeta Ram, 1817-21)

No comments: